Saturday, November 22, 2014

মেঘপিয়নের ব্যাগের ভিতর আছে হৃদয় বীন আনন্দ দুঃখ স্মৃতির তালে মেতে ওঠার দিন ।তিরতিরানি নদীর বুকে উথাল পাতাল ঢেউ মন ভেসে যায় অলকাতে দেখবে এসে কেউ ।সৌরভেতে আমোদিত বৃষ্টি যখন মাখি মনের মানুষ মনের মাঝে করে বকাবকি ।বর্ষা সরস হরস মনে স্মৃতির জলে ভাসি ধন্য আমার নবযৌবন ।প্রিয়ার মুখের হাসি ।স্নিগ্ধ শ্যামল কদম বকুল গরে পরিস্থিতি মদিরা সম দাদুরি ডাহুকি পাখির কলগীতি ।স্পন্দনেতে সঞ্জিবিত হৃদয়খানি যখন প্রিয়ার রূপের কল্লোলেতে সাতার কাটি তখন ।চমকে চমকি বজ্রপাতের মালাখানি পরি গলে ভেসে ভেসে যায় কাগজের নাও ইচ্ছে নদীর জলে । writer [[gorabasunia]]


No comments:

Post a Comment