Wednesday, November 19, 2014

আর তিন দিন পরেই দুর্গা পুজো ।কমলিকারা প্রতিদিন বায়না করছে নতুন জামার জন্যে ।বাবন জানে এবারও ওদের পাঁচ ভাইবোনের পুজোর জামা হবে না ।ও ভাইবোনেদের মধ্যে সবার বড়ো ।এখন ক্লাস নাইনে পড়ে ।তাই বোঝে বাবা অসুস্থ আর একা মায়ের পক্ষে সংসার চালিয়ে বাবার ঔষুধের খরচ জুগিয়ে বাড়তি কিছু করা সম্ভব নয় ।ভরসা বলতে বাবার সামান্য জমানো অর্থ আর মা সেলাই করে যা পান তাই ।মায়ের মুখের দিকে তাকালে ভারি কষ্ট হয় ওর ।তাই ও কমলিকা বাদলকে বুঝিয়ে বলবে বায়না না করতে ।বলবে মায়ের পরার কাপড় নেই ।সেটা কেনাই জরুরি ।স্কুল থেকে ফেরার পথে এসব কথা ভাবতে ভাবতে আসছিল ।বাড়িতে ফিরে দেখেছোট ভাইবোনেরা হই হুল্লোর করছে ।ওদের প্রত্যেকের হাতে নতুন কাপড়ের প্যাকেট ।কমলিকা ওকে দেখে দিদি তোর চুড়িদার দেখে নে বলে একটা প্যাকেট ওর হাতে দিল ।মা দুরে দাঁড়িয়ে মিটিমিটি হাসছেন ।বাবন হঠাৎ মায়ের হাতের দিকে তাকিয়ে দেখে হাত খালি ।সোনার চুড়ি দুটো নেই ।চোখে চোখ পরতেই মা ওকে ইশারায় চুপ করতে বললেন ।তার মানে মা সোনার শেষ চিহ্নটুকুও ওদের মখে হাসি ফোটাতে বিক্রি করে দিয়েছন ।তবু দিপ্ত হাসি মুখে ।যেন দেবী দুর্গা ।কমলিকা অবাক হয়ে চেয় রইল ওর মায়ের মুখের দিকে ।


No comments:

Post a Comment