Saturday, November 15, 2014
নির্জন স্টেশন ।সারাদিন হাতে গোনা কয়েকটা ট্রেনের আনাগোনা হয় মাত্র ।ছ টা বেঞ্চ পাতা ।কয়েকটা ছাতিম গাছ ।অন্ধকার তখনও হয়নি ।পাখিদের কূজন ও কয়েকটা মাল গাড়ির ছন্দবন্ধ শব্দ অদ্ভুত এক সিম্ফোনি সাজাচ্ছে ।মোবাইলের টাওয়ার নেই ।আউট অফ রিচ ।সভ্যতার থেকে ছুটি পেয়েছি অজান্তে ।স্টেশনটাই মনে হচ্ছে গন্তব্য ।আপ লোকালের অ্যানাউন্সমেন্ট হল ।ট্রেন থেকে নামল পাঁচজন ।একজন ফোনে কথা বলতে বলতে লাইন পারাপার করে আসছে আমার দিকে ।ভাবলাম ওনার কাছ থেকে ফোনটা নিয়ে বাড়িতে জানাব লেট হওয়ার কথা ।হঠাৎ ডাউন লাইনে দ্রুতগামী ইলেকট্রনিক ইঞ্জিন ।কিছু বুঝে ওঠার আগেই বিকট এক চিৎকার ।কেঁপে উঠল বুকটা ।স্টেশনে গাছ থেকে পাখিগুলো আর্তনাদ করে উঠল আচমকা ।নিমেষে ঘটে গেল ঘটনাটা ।ততক্ষণে লোক জমা হয়ে গেছে ।চারিদিক প্রায় অন্ধকার ।রেললাইনে পাশে পরে থাকা ফোনটার স্ক্রিন তখনও উজ্জ্বল ।ছেলেটা ও একটা মেয়ের ছবি নীচে লেখা মাই লাভ কলিং ।গোরাচাঁদের নিজের লেখা ছোট গল্পটি ।এই রকম আরো অনেক গল্প পেতে লাইক দিন এই নামের পেজটি গোরাচাঁদ বসুনীয়া ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment